৮ম শ্রেণি, ৯ম শ্রেণি, ১০ম শ্রেণি, ১১শ শ্রেণি
কুইজে জয়েন করে দেশ সেরা হও তুমিও!
কুইজ লাইভ হতে বাকি-

Shikho চ্যাম্পিয়ন কী?

দেশজুড়ে চলছে সেরা মেধাবীদের খোঁজ, বিস্তারিত জানতে ভিডিওটি দেখে নাও

কুইজ দিয়ে জিতে নাও
মোট ২০ লক্ষ টাকার পুরস্কার!

scholarship image

৩টি রাউন্ড জিতে হয়ে যাও Shikho চ্যাম্পিয়ন!

জেলা চ্যাম্পিয়ন রাউন্ড
তোমার জেলার সেরাদের সেরা হয়ে বিভাগীয় রাউন্ডে চলে যাও
৩ নভেম্বর ২০২৩
অনলাইন
বিভাগ চ্যাম্পিয়ন রাউন্ড
বিভাগভিত্তিক রাউন্ডে সেরাদের সেরা হয়ে চলে আসো ফাইনাল রাউন্ডে
১০ নভেম্বর ২০২৩
অনলাইন
জাতীয় চ্যাম্পিয়ন রাউন্ড
ঢাকায় ফাইনাল রাউন্ডের লড়াইয়ে দেশ সেরা মেধাবীর ট্রফি জিতে নাও
১৭ নভেম্বর ২০২৩
ঢাকা

সর্বমোট
২০ লক্ষ টাকার পুরস্কার

কীভাবে কুইজে জয়েন করবে?

রেজিস্ট্রেশন করো

রেজিস্ট্রেশন করো

প্রোফাইল কমপ্লিট করো

প্রোফাইল কমপ্লিট করো

ফ্রি কনটেন্ট দেখে কুইজের প্রস্তুতি নাও

ফ্রি কনটেন্ট দেখে কুইজের প্রস্তুতি নাও

নির্ধারিত সময়ে কুইজ  শুরু করো

নির্ধারিত সময়ে কুইজ শুরু করো

Shikho চ্যাম্পিয়ন কুইজে অংশগ্রহণ করলে কী কী পাচ্ছো?

মোট ২০ লক্ষ টাকার পুরস্কার তো আছেই, শুধু রেজিস্ট্রেশন করলেই তোমার জন্য থাকছে-
রেকর্ডেড ক্লাস
রেকর্ডেড ক্লাস

দেশ সেরা মেন্টরদের ক্লাস দেখে জটিল সব কনসেপ্ট সহজে শেখার সুযোগ

অ্যানিমেটেড ভিডিও
অ্যানিমেটেড ভিডিও

জটিল সব টপিকের বাস্তব উদাহরণ দিয়ে তৈরি অ্যানিমেটেড ভিডিও

লিডারবোর্ড
লিডারবোর্ড

কুইজে অংশগ্রহণ করে সেরাদের মধ্যে তোমার অবস্থান দেখে নাও

রিপোর্ট কার্ড
রিপোর্ট কার্ড

কুইজে তোমার রেজাল্ট বিস্তারিত দেখে নাও রিপোর্ট কার্ডে

কুইজের তথ্য ও বিষয়সমূহ

নিয়মাবলী

কুইজের ধরন

MCQ test

মোট প্রশ্ন

১৫ টি

কুইজের সময়

২০ মিনিট

ক্লাস ও বিষয়

ক্লাস ৮

সাধারণ বিজ্ঞান , গণিত

ক্লাস ৯ থেকে ১১

জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, গণিত

কুইজের তথ্য

জেলা চ্যাম্পিয়ন রাউন্ড

৩ নভেম্বর, ২০২৩

বিভাগ চ্যাম্পিয়ন রাউন্ড

১০ নভেম্বর, ২০২৩

জাতীয় চ্যাম্পিয়ন রাউন্ড

১৭ নভেম্বর, ২০২৩

তুমি কি রেজিস্ট্রেশন করেছো?

ম্যাপে ক্লিক করে দেখে নাও তোমার বিভাগ থেকে মোট কতজন অংশগ্রহণ করছে
সম্পূর্ণ বাংলাদেশ থেকে এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করেছে
জন

সচরাচর পাওয়া প্রশ্নসমূহ

  • Shikho চ্যাম্পিয়ন প্রতিযোগিতা কী?

    ১. Shikho চ্যাম্পিয়ন প্রতিযোগিতা কী?

    সারাদেশের ৮ম শ্রেণি থেকে ১১শ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝ থেকে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে দেশ সেরা মেধাবীদের খুঁজে বের করা হবে এবং পুরস্কার, স্কলারশিপ ও সার্টিফিকেটের মাধ্যমে তাদের স্বীকৃতি জানানো হবে। 

  • প্রতিযোগিতা কোথায় এবং কীভাবে হবে?

    ১. প্রতিযোগিতাটি কোথায় অনুষ্ঠিত হবে?

    ৩টি রাউন্ডে এই প্রতিযোগিতা হবে। প্রথম ২টি রাউন্ড (জেলা ও বিভাগীয় রাউন্ড) নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত অনলাইনেই (এই ওয়েবসাইটে) অনুষ্ঠিত হবে। ফাইনাল রাউন্ড ঢাকায় সরাসরি অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

    ২. কুইজে কোন কোন বিষয়ের উপর প্রশ্ন করা হবে?

    প্রতিযোগিতায় মূলত গণিত ও বিজ্ঞান বিষয়ে প্রশ্ন করা হবে। ৮ম শ্রেণির জন্য শুধু গণিত ও বিজ্ঞান বিষয় থেকে প্রশ্ন করা হবে। ৯ম থেকে ১১শ শ্রেণির জন্য সাধারণ গণিত, উচ্চতর গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান থেকে প্রশ্ন করা হবে।

    ৩. কোন সাবজেক্টে কত মার্কস থাকবে?

    সব মিলিয়ে ১৫টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের নম্বর হবে ১। আলাদা করে সাবজেক্ট মার্কিং আমরা করবো না। তবে কোন সাবজেক্টে কতটি প্রশ্ন থাকবে সেটি এরকম: 

    ৮ম শ্রেণি - গণিত ৮টি প্রশ্ন, বিজ্ঞান ৭টি প্রশ্ন

    ৯ম - ১০ম শ্রেণি - গণিত ৫টি প্রশ্ন, পদার্থবিজ্ঞান ৪টি, রসায়ন ৩টি, জীববিজ্ঞান ৩টি

    ১০ম - ১১শ শ্রেণি - গণিত ৫টি প্রশ্ন, পদার্থবিজ্ঞান ৪টি, রসায়ন ৩টি, জীববিজ্ঞান ৩টি

    ৪. প্রতিযোগিতা কী গ্রুপ হবে নাকি একা?

    প্রতিযোগিতার প্রতিটি রাউন্ডেই তোমাকে একা অংশগ্রহণ করতে হবে। 

    ৫. মোবাইল বা ল্যাপটপ থেকে অংশগ্রহণ করা যাবে কি?

    হ্যাঁ, যেকোনো মোবাইল, ট্যাব, ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে যেকোনো ব্রাউজার ব্যবহার করে এই ওয়েবসাইট থেকে কুইজে অংশগ্রহণ করা যাবে।

    ৬. আমি কি একসাথে একাধিক ডিভাইস (মোবাইল, ল্যাপটপ) থেকে কুইজে অংশগ্রহণ করতে পারবো?

    না, যেকোনো একটি ডিভাইস থেকে অংশগ্রহণ করতে পারবে।

  • Shikho চ্যাম্পিয়নের পুরস্কার সংক্রান্ত প্রশ্ন

    ১. কতজন Shikho চ্যাম্পিয়ন হবে?

    ফাইনাল রাউন্ডে ৮ম, ৯ম, ১০ম, ১১শ; এই ৪টি শ্রেণি থেকে ১ জন করে শিক্ষার্থীকে Shikho চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। অর্থ্যাৎ ৪টি শ্রেণিতে ৪ জন চ্যাম্পিয়ন হবে।

    ২. বিজয়ীদের কী পুরস্কার দেওয়া হবে?

    Shikho চ্যাম্পিয়ন প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে সর্বমোট ২০ লক্ষ টাকার পুরস্কার। এর মধ্যে থাকছে ১০ লক্ষ টাকার স্কলারশিপসহ, ট্যাব, স্মার্ট ফোন, ব্লুটুথ স্পিকার, পাওয়ার ব্যাংক, ট্রফি ও সার্টিফিকেট।

    ৩. অনলাইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলে কি কোনো পুরস্কার পাবো?

    প্রথম দুইটি অনলাইন রাউন্ডে বিজয়ীদের জন্য থাকছে:

    • ১ম রাউন্ডে প্রতি জেলা থেকে ৫ জন বিজয়ীকে দেওয়া হবে Shikho স্কলারশিপ এবং Shikho চ্যাম্পিয়ন সার্টিফিকেট।
    • ২য় রাউন্ডে প্রতি বিভাগের চ্যাম্পিয়নরা পাচ্ছে ১টি করে স্মার্টফোন (৪টি ক্লাসের ৮টি বিভাগের মোট ৩২ জন), ২য় থেকে ৫ম অবস্থান পর্যন্ত বিজয়ীদের জন্যেও থাকছে আকর্ষণীয় পুরস্কারসহ Shikho স্কলারশিপ আর সার্টিফিকেট। 

  • প্রতিযোগিতা কোথায় এবং কীভাবে হবে?

    ১. প্রতিযোগিতাটি কোথায় অনুষ্ঠিত হবে?

    ৩টি রাউন্ডে এই প্রতিযোগিতা হবে। প্রথম ২টি রাউন্ড (জেলা ও বিভাগীয় রাউন্ড) নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত অনলাইনেই (এই ওয়েবসাইটে) অনুষ্ঠিত হবে। ফাইনাল রাউন্ড ঢাকায় সরাসরি অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

    ২. কুইজে কোন কোন বিষয়ের উপর প্রশ্ন করা হবে?

    প্রতিযোগিতায় মূলত গণিত ও বিজ্ঞান বিষয়ে প্রশ্ন করা হবে। ৮ম শ্রেণির জন্য শুধু গণিত ও বিজ্ঞান বিষয় থেকে প্রশ্ন করা হবে। ৯ম থেকে ১১শ শ্রেণির জন্য সাধারণ গণিত, উচ্চতর গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান থেকে প্রশ্ন করা হবে।

    ৩. কোন সাবজেক্টে কত মার্কস থাকবে?

    সব মিলিয়ে ১৫টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের নম্বর হবে ১। আলাদা করে সাবজেক্ট মার্কিং আমরা করবো না। তবে কোন সাবজেক্টে কতটি প্রশ্ন থাকবে সেটি এরকম: 

    ৮ম শ্রেণি - গণিত ৮টি প্রশ্ন, বিজ্ঞান ৭টি প্রশ্ন

    ৯ম - ১০ম শ্রেণি - গণিত ৫টি প্রশ্ন, পদার্থবিজ্ঞান ৪টি, রসায়ন ৩টি, জীববিজ্ঞান ৩টি

    ১০ম - ১১শ শ্রেণি - গণিত ৫টি প্রশ্ন, পদার্থবিজ্ঞান ৪টি, রসায়ন ৩টি, জীববিজ্ঞান ৩টি

    ৪. প্রতিযোগিতা কী গ্রুপ হবে নাকি একা?

    প্রতিযোগিতার প্রতিটি রাউন্ডেই তোমাকে একা অংশগ্রহণ করতে হবে। 

    ৫. মোবাইল বা ল্যাপটপ থেকে অংশগ্রহণ করা যাবে কি?

    হ্যাঁ, যেকোনো মোবাইল, ট্যাব, ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে যেকোনো ব্রাউজার ব্যবহার করে এই ওয়েবসাইট থেকে কুইজে অংশগ্রহণ করা যাবে।

    ৬. আমি কি একসাথে একাধিক ডিভাইস (মোবাইল, ল্যাপটপ) থেকে কুইজে অংশগ্রহণ করতে পারবো?

    না, যেকোনো একটি ডিভাইস থেকে অংশগ্রহণ করতে পারবে।

  • অন্যান্য প্রশ্ন

    ১. আমি কী পুরস্কার হিসেবে পাওয়া স্কলারশিপের সাথে ডিসকাউন্ট প্রোমো কোড মিলিয়ে কোনো কোর্সে ভর্তি হতে পারবো?

    না, শুধু স্কলারশিপ অথবা ডিসকাউন্ট অফারে ভর্তি হতে হবে। এক্ষেত্রে যেটি (স্কলারশিপ/ডিসকাউন্ট) ব্যবহার করে কোর্স ফি কম হবে সেটি প্রযোজ্য হবে। 

    ২.ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হলে ঢাকায় যাওয়া-আসার জন্যে আমাকে গাড়িভাড়া দেওয়া হবে? আর থাকা-খাওয়ার ব্যবস্থা করা হবে?

     ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয়ে ঢাকায় এলে সারাদিন ইভেন্টের ভেন্যুতে অবস্থান এবং খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হবে, কিন্তু যাতায়াতের জন্য কোনো পরিবহন খরচ দেওয়া হবে না।

    ৩. আমার বাবা/মা কি আমার সঙ্গে ঢাকায় যেতে পারবে?

    তোমার মা-বাবা চাইলে তোমার সাথে আসতে পারবেন (সর্বোচ্চ ২ জন)। তাদের ইভেন্টের ভেন্যুতে অবস্থান ও খাওয়ার ব্যবস্থা করা হবে।

  • কুইজ দেয়ার সময় যা যা করা যাবে এবং যা যা করা যাবে না-

    ল্যাপটপ বা ডেক্সটপের ক্ষেত্রে:

    • কুইজ শুরুর পূর্বে ইন্টারনেট কানেকশন ও ব্রাউজার ঠিক আছে কিনা চেক করে নাও
    • কুইজের মাঝপথে ব্রাউজার চেঞ্জ করা যাবে না
    • কুইজ চলাকালে পেইজটি রিফ্রেশ দেয়া যাবে না
    • পেইজ থেকে বেরিয়ে যাওয়া যাবে না

    মোবাইল বা ট্যাবের ক্ষেত্রে:

    • কুইজ দেয়ার সময় হোম/ব্যাক বাটনে প্রেস করা যাবে না
    • ডিভাইসটি বন্ধ করা যাবে না
    • কুইজ শুরুর পূর্বে ডিভাইসে পর্যাপ্ত মেমরি খালি আছে কিনা, ব্যাটারিতে চার্জ আছে কিনা, ইন্টারনেট কানেকশন ঠিকমতো কাজ করছে কিনা চেক করে নাও
    • কুইজ চলাকালে ব্রাউজার চেঞ্জ করা যাবে না
    • কুইজ দেওয়ার সময় পেইজটি রিফ্রেশ করা যাবে না
  • ফাইনাল রাউন্ড কোথায় হবে?

    ১. ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতায় কোথায় হবে?

    ফাইনাল রাউন্ড ঢাকায় অনুষ্ঠিত হবে। ভেন্যুতে সরাসরি সবার উপস্থিত থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। ফাইনাল রাউন্ডের আগে ভেন্যুর ঠিকানা জানিয়ে দেওয়া হবে। 

যেকোনো প্রয়োজনে কল করো এখনই

শিখো চ্যাম্পিয়ন কুইজ, তোমার পড়াশোনা সংক্রান্ত যেকোনো জিজ্ঞাসায় কল করো

সকাল ৯ টা - রাত ১০ টা

16780

* যেকোনো নাম্বার থেকে সাধারণ কল রেট *

Shikho Model